নিজস্ব প্রতিবেদক♦♦
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেয়া হয়।
আজ (১১ মার্চ) শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানা কৃষকদলের নেতাকর্মীরা ব্যাপক হারে অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক জহিরুল হক জহির, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম সবুজ, মোঃ আফজাল হোসেন মৃধা, যাত্রাবাড়ী থানার স্বপন ও ফয়সাল, ডেমরা থানার শ্যামল ও তুহিন, কদমতলী থানার টিটু ও বাবু, শ্যামপুর থানার ওবায়দুর ও কাজল সহ উল্লেখিত ৪টি থানার নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিল।
Tags: যাত্রাবাড়ী