শহীদুল্লাহ গাজী,যাত্রাবাড়ি◊◊
জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক আলোচনা সভা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গতকাল (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ৬৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মৃধাবাড়ি এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শামসুল হক খান স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দিন আহমেদ রন্টুর সভাপতিত্বে এবং খায়রুজ্জামান রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ৬৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু। প্রধান বক্তা, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান মাসুদ। বিশেষ অতিথি, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান, ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, একে স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আতিকুর রহমান মিন্টু,যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান খান।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সমৃদ্ধ লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৪৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ,৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান চৌধুরীর জীবন, মোবারক মোল্লা, পলাশ ,তাকিশ, রুবেল, বাবু, তনু, সুমন ও রনি প্রমূখ।