অনলাইন ডেস্ক◊◊
মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)’র উদ্যোগে আগামী ১৭ নভেম্বর, রবিবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘মওলানা ভাসানীর প্রায় ৮০ বছরের রাজনৈতিক ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সভাপতিত্ব করবেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা। উক্ত অনুষ্ঠানে মওলানা ভাসানীর সকল অনুসারীদেরকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।