বাড়ি ফেরার পথে মালবাহী ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ভারতে ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটেছে অওরঙ্গাবাদ জেলার কারমাডের কাছে। খবর আনন্দবাজার পত্রিকার। আনন্দবাজার জানিয়েছে, ‘ওই পরিযায়ী শ্রমিকরা হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন। তারা জালনার একটি ইস্পাত কারখানায় কাজ করতেন। সেখান থেকে আওরঙ্গাবাদের উদ্দেশে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জালনা থেকে ৬৫ কিলোমিটার দূরে কারমাড এলাকায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন তারা। সে সময়ই একটি মালগাড়ি পিষে দেয় তাদের।’ ইতোমধ্যে এই ঘটনার পর দুঃখপ্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রেলমন্ত্রণালয়কে এর সুষ্ঠু তদন্ত করার নির্দেশ দেন।