অনলাইন ডেস্ক:
১৪ দিন কেউই দেশে ঢুকতে বা বের হতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। তবে সীমান্ত দিয়ে বাণিজ্যব্যবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছেন শামস। তিনি বলেন, যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কভিড টেস্ট ও কলকাতা বাংলাদেশ মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে। ওইসব বাংলাদেশির দেশে প্রবেশের পর বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ভারতকে বেসামাল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। গত চার দিন ধরে প্রতিদিনই সেখানে নতুন শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্ব রেকর্ড হচ্ছে। তাই সরকার এই পদক্ষেপ নিয়েছে। দেশটির সঙ্গে কাল সোমবার থেকে স্থল পথে চলাচল বন্ধ থাকবে ১৪ দিন। তবে পণ্যবাহী যানবাহন চলবে।