বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালু হাওলাদারের ছেলে আলম হাওলাদারের বিরুদ্ধে জোরপূর্বক একাধিক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । একই এলাকার সামছল হকের ছেলে বশির হাওলাদার ওই অভিযোগ করেন।রবিবার বিকেলে তিনি অভিযোগ করে বলেন, আমার নামের সম্পত্তি জোর করে আলম হাওলাদার নেওয়ার জন্য বিভিন্ন সময় ওত পেতে থাকতো। শুক্রবার রাতে আমাকে দিদার মাঝি মাছ ঘাটের বেড়ীবাঁধের উপর থেকে ধরে নিয়ে মারধর করে ছকিনার ঘরে নিয়ে জোরপূর্বক একাধিক স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এসময় আমাকে হত্যার হুমকি দেয়।
এঘটনায় অভিযুক্ত আলম হওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বশিরের কাছ থেকে টাকা পাব। তাই ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী বশির আহমেদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।