কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া ২০ হাজার দুঃস্থ ও অসহায় পরিবারকে নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। আজ ০১ মে শনিবার সকাল সাড়ে ১০ উপজেলার শাক্তা, তেঘরিয়া ও শুভাঢ্যা ইউনিয়নে এ মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরন করেছেন। দক্ষিন কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে আমরা জনগনের পাশে এসে দাড়াতে চাই। আমরা চাই দলমত নির্বিশেষে কেরাণীগঞ্জের একটি মানুষও যেন একবেলাও অভুক্ত না থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আমার নিজস্ব তহবিল থেকে কেরাণীগঞ্জের ১২টি নইউনিয়নের সকল অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল,আলু,পেয়াজ ও লবণ পৌছে দেয়া হয়েছে। আজও তিনটি ইউনিয়নে ৬ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন স্থানীয় সকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ কাজে সহযোগিতা করছেন। তালিকা মোতাবেক প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক আমাদের নেতা-কর্মীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এ সব খাদ্য সামগ্রী পৌছে দিবেন। তাছাড়া করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক সকল প্রকার প্রচার প্রচারনা ও দিক নির্দেশনা মূলক কার্যক্রমও চলমান রেখেছে । উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা এসকল কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন বলেও তিনি জানান। দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন,তেঘরিয়া ইউপি চেয়ার ম্যান হাজী মো. লাট মিয়া,শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী মো.সালাহ উদ্দিন লিটন,শুভাঢ্যা ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী মো.বাসের, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন,আ’লীগ নেতা মো.রাসেল, ইউপি সদস্য মোসা: সাথী আলীপ্রমুখ।