নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন, আমার বাবার আদর্শ সততা, স্বচ্ছতা, মানবতা ও উদারতা নিয়ে আমার পথ চলা। আমি জীবনে কখনো কারো ক্ষতি করিনি। ]
মনু বলেন, সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম বিভিন্ন সময় অভিযোগ করে বলেছেন আমরা তার নির্বাচনী প্রচার প্রচারণায় হামলা ও বাধা দিচ্ছেন একথা সত্য নয়। আমি কারোর প্রচার প্রচারণায় বাধা দিইনি। বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আর এর দায়ভার আমাদের ওপর দেয়ার চেষ্টা করছে তারা।
তিনি বলেন, আপনারা জানেন এ এলাকার মানুষ বহিরাগত কাউকে সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবে না, এর জন্য তো দায়ভার আমাদের না।
মনু বলেন, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক অন্যান্য সংগঠনের হোক সকল পর্যায়ের নেতাকর্মীরা আমাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। আমি ছোট থেকে এলাকায় বড় হয়েছি তাদের ভালবাসায় ইনশাল্লাহ আমি জয়যুক্ত হয়ে সবসময় তাদের পাশে থেকে সেবা করে যাবো।
আজ ৬৬,৬৭,৬৮ নং ওয়ার্ড ও মিরাজীবাগ এলাকায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মনু বলেন, আমি বলেছি সালাউদ্দিন আহমেদের প্রচার-প্রচারণায় যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রয়োজনে আমাদের লোকজন তাদের সঙ্গে থাকবে এর পরও সে কেন অভিযোগ দিচ্ছে সেটা আমার বোধগম্য নয়।
তিনি বলেন, আমি বারবার বলেছি আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই। কিন্তু সালাউদ্দিন আহমেদ উৎসবমুখর পরিবেশে নির্বাচন চান না। তিনি এ নির্বাচনকে বানচাল করতে চাই।
নবীউল্লাহ নবীর বিষয়ে তিনি বলেন, দেখুন গত নির্বাচনে নবী ৭২ হাজার ভোট পেয়েছেন তাছাড়া নবী এলাকার কৃতী সন্তান। সালাউদ্দিন আহমেদ এলাকার বহিরাগত তার বাড়ির শ্যামপুরে। সে মসজিদের ইমাম স্কুলশিক্ষক এবং স্কুলের জায়গা জমি নিয়ে এলাকার মানুষের সঙ্গে দুর্নীতি করেছেন, সেই জন্য তার বিরুদ্ধে হাই কোর্টে মামলাও রয়েছে। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় এবং কোনো দুর্নীতিগ্রস্থ মানুষকে যাত্রাবাড়ী এলাকার মানুষ গ্রহণ করবে না।
মনিরুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে মাধ্যমে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।