মো.মহসিন রেজা,শরীয়তপুর◊◊
শরীয়তপুরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০ ঘটিকায় শরীয়তপুর সার্কিট হাউজ অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।
প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ও শরীয়তপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন।
জেলার সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল, জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমন্বয়কারী মোঃ কবির উদ্দিন।
এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি বাল্যবিবাহের খবর যেভাবেই পাবো আমরা আমাদের প্রশাসন নিয়ে দ্রুত বাল্যবিবাহ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, যারাই এই বাল্যবিবাহে সহযোগিতা করবে তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা বাল্যবিবাহের খবর জানিয়ে আমাদের সহযোগিতা করবেন বলে আশা করি। এ পর্যন্ত আমরা অনেক বাল্যবিবাহ বন্ধ করে অনেক শিশু, কিশোর,কিশোরীদের নতুন জীবনে ফিরিয়ে এনেছি। এছাড়াও তিনি ওরিয়েন্টেশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কথা বলেন।