নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির নেতারা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব-নির্বাচিত কমিটির নেতারা।
বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে ডিআরইউ’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত দাড়িয়া, নারী সম্পাদক রীতা নাহার, কার্যনির্বাহী সদস্য মাহবুবর রহমানসহ কয়েকজন সিনিয়র সাংবাদিক।
গত সোমবার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মসিউর রহমান খান নির্বাচিত হন।
ডিআরইউর ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন। তাদের মধ্যে নারী সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।