সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুস্তিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ড. মোছা. সুমনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, বীর মুক্তিযোদ্ধা মো.এমদাদুল হক বাবলু, মো. সিরাজুল ইসলাম প্রমূখ। পরে দিবস দু’টি পালনে নানাবিধ কর্মসুচি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।