মোঃ মহসিন রেজা, শরীয়তপুরঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে শরীয়তপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও সাধারন মুসল্লীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।
২৮ অক্টোবর বুধবার সকাল ১০ ঘটিকার সময় উত্তর বাজারে গনজামায়েত করে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে জনসভা করেন। জনসভায় ইসলামী নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে ফ্রান্সের পন্য সামগ্রি বর্জন করাসহ ফ্রান্সের রাষ্ট্রদূতের অফিস ঘেরাও ও মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ)কে অবমাননাকারী কাটুনিস্টের ফাঁসির দাবি জানান।এসময় বিক্ষোভ মিছিলে শরীয়তপুর জেলার ধর্ম প্রান হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।