ফতুল্লার কায়েমপুরে বটতলা এলাকায় এক পুকুর থেকে কবির হোসেন (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবির হোসেন কায়েমপুর বটতলা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
বুধবার (৫ আগস্ট) ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে কায়েমপুর বটতলা এলাকার চার পাখি (বিঘা) নামে এক পুকুর থেকে ভাসমান অবস্থায় কবির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছে কবির হোসেন হার্টের সমস্যায় ভুগছিলেন। গরুর জন্য পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে সেখানে হার্ট অ্যাটাক করেছেন। পরে দুইদিন পর মরদেহ পানিতে ভেসে উঠেছে।