জহিরুল আলম পিলু♦♦
তীব্র তাপপ্রবাহে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ এপ্রিল ) বেলা ২টায় ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনের আয়োজনে রাজধানীর পোস্তগোলার ট্রাফিক পুলিশ বক্সে (ঈগল বক্স) এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমামের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রম পরিচালনা করেন, ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুনির আহাম্মদ। এ সময় ৫ শতাধিক সাধারণ জনগণ, পথচারী, শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় টিআই মুনির বলেন, তীব্র তাপদাহের মধ্যে হিট স্ট্রোক থেকে রক্ষায় ডিসি স্যারের নির্দেশনায় ট্রাফিক ওয়ারী বিভাগের বিভিন্ন জোনে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই অংশ হিসেবে আজ ডেমরা জোনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এখানে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
কারণ তাদের পক্ষে বিশুদ্ধ পানি কিনে খাবার সামর্থ্য থাকে না। যতদিন তাপদাহ থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান টিআই।
বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন পেয়ে খুবই খুশী রিকশাচালক জয়নাল। তিনি বলেন এই প্রচন্ড গরমে রিকশা চালিয়ে আমরা খুবই ক্লান্ত হয়ে পরি। এ সময়ে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন পেয়ে আমাদের খুবই উপকার হইছে।
প্রায় ৬০ বছর বয়স্ক দিনমজুর সালাম জানান, এইরকম গরম আমার জীবনে দেখি নাই। ট্রাফিক পুলিশের দেওয়া বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে ও খেয়ে খুবই ভালো লাগছে। পুলিশের এই মানবিক কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক ওয়ারী বিভাগের পোস্তগোলায় কর্মরত ডেমরা জোনের সার্জেন্ট আজাদ, হাফিজ ও টিএসআই মালেকসহ অন্যান্য অফিসারবৃন্দ।