জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ সাটুরিয়া:
মানিকগঞ্জের আকিজ টেক্সটাইল মিল গার্মেন্টেসের কয়েকজন শ্রমিককের বিরুদ্ধে একই গার্মেন্টসের পরিচ্ছন্ন কর্মী জুলহাসকে (৩৯) হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। জুলহাসের মরদেহ ময়না তদন্ত শেষে শুক্রবার পরিবারের নিকট হস্তান্তরের কথা রয়েছে। নিহত জুলহাস মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। বৃহস্পতিবার বিকেলের দিকে ঢাকার সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নে অবস্থিত আকিজ টেক্সটাইলে জুলহাসকে তারই ৪ সহকর্মী পায়ু পথে বাতাস দিয়ে আহত করে। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকার সোহরাওর্দী হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে নিহত জুলহাসের স্ত্রী জুলেখা বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত কয়েক জনের নামে মামলা দায়ের করেছেন।আর রাতেই মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জুলহাস হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তারই চার সহকমীকে আটক করেছে।