ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আলীম পরিক্ষায় কেন্দ্রের বাহিরে প্রশ্নের উত্তরপত্র লেখার সময় ২ শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। এছাড়াও ৯টি মটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন সহ গাইড বই উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (৭ জুলাই) উপজেলার রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরিক্ষার সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো কৃষ্ণরামপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সুলতান-নুর-ইসলাম ও দেওগ্রাম ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম।
জানা গেছে, আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় কশিগাড়ী জামে মসজিদে কিছু লোকের সমাগম দেখে গাড়ী থামায়। এসময় মসজিদে থাকা শিক্ষকরা ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ছুটাছুটি করে পালিয়ে যেতে থাকে। গাড়ীতে থাকা আনসার সদস্যরা এসময় ২জন শিক্ষকে আটক করতে সক্ষম হয়। ঘটনার পর পরই সেখানে ঘোড়াঘাট থানা পুলিশ উপ¯ি’ত হয়ে ৯টি মটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও বাংলা গাইড বই উদ্ধার করে।
এ ব্যাপারে উপ নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসায় প্রিনসিপাল মইনুল ইসলাম বাদি হয়ে আটক ২ জনসহ আরও অজ্ঞাত নামা কয়েক জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।