নারায়ণগঞ্জ জেলা পুলিশের তিনজন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে বিভিন্ন ইউনিটে বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অদ্য ২০ জুন, ২০২০ খ্রি. নারায়ণগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয়। অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ১। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম, ২। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ৩। জনাব মোহাম্মদ নুরে আলম গণকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় নারায়ণগঞ্জ জেলার অন্যান্য অফিসারগন সরাসরি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।