পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী সহ তাঁদেরকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে আদালতের নিয়োগ পরীক্ষায় নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জজ কোর্ট চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জজ কোর্ট চত্বর স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, সেলিম, সহ-সমন্বয়ক মাহফুজ, শিক্ষার্থী ফয়সাল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জেলা জজ সহ চার বিচারকে অপসারণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া না হলে কঠোর আন্দোলনে জাবেন।