মো. মহসিন রেজা,শরীয়তপুর।।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে আধিপত্য বজায় রাখতে মীর মালত কান্দির দলিল উদ্দিনের ছেলে আলমগীর মালত (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানাযায়, রাজনগর ইউনিয়নে দীর্ঘ দিন যাবৎ আধিপত্য বিস্তার ধরে রাখতে বর্তমান চেয়ারম্যান জাকির গাজী ও গোলাম মাওলা মীরবহর এবং আলী আজম মালতের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে ২৯ আগষ্ট রবিবার সকালে আন্ধার মানিক বাজারে আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। নিহতের মামা তরিকুল ইসলাম বলেন, আমার ভাগ্নে সাদাসিধে মানুষ ছিলো ওরে গোলাম মাওলা মীরবহরের গ্রুপের লোকের কুপিয়ে আন্ধার মানিক বাজারে ফেলে রেখেছে পরে স্থানীয় লোকজনে দেখে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় সাধারন মানুষ আরো অভিযোগ করে বলেন, এসব গ্রুপিংয়ের উত্তাপটা দিন দিন বেড়েই চলেছে এ পর্যন্ত এই ইউনিয়নে বেশ কয়েকটা মার্ডার হয়েছে, আমরা সবসময় আতংকে থাকি কখন জানি মরে যাই। আন্ধার মানিক বাজারের ব্যাবসায়ীরা অভিযোগ করে বলেন, আমরা এসব গ্রুপিংয়ের কারনে ব্যাবসা-বানিজ্য ঠিকমতো করতে পারিনা। কয়দিন পরপর মারামারি করে যাচ্ছে এই গ্রুপ দুটি, আমরা এখানে একটি পুলিশ ফাঁড়ি চাই। এবিষয়ে মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম জানান, আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রুবেল হাওলাদার জানান, হত্যার ঘটনাটি আমরা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।