অনুপ সিংহ,নোয়াখালীঃ
নোয়াখালী সোনাইমুড়ীর ২নং নদনা ইউনিয়নের দেবপুর গ্রামে “আল ইহসান সেবা ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংগঠন বুধবার রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।
এলাকার তরুন ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেবপুর ও পাঁচবাড়িয়া গ্রামের অর্ধশত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
“সকলে আমরা মানবতার তরে” এই স্লোগানকে সামনে রেখে একদল নিরবিচ্ছিন্ন যুবক ও তরুণ একই ছায়াতলে এসে কল্যাণধর্মী কার্য বাস্তবায়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে ধারাবাহিকতার প্রয়াস এই ফাউন্ডেশন বলে জানান সংগঠনটি পরিচালনা পরিষদের সদস্য।
তারা আরো বলেন এই সংগঠনের প্রাণশক্তি হলো অদম্য, প্রাণচঞ্চল যুবশক্তি এইরূপ কিছু সংখ্যক যুবগ সাংগঠনিক প্রঙ্ঘা সমন্বিত করে ও সমাজকল্যাণমূলক কাজে নিজেরদের সম্পৃক্ত করে এলাকার সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগীতা নিয়ে রাষ্ট্রীয় বিধি বিধানের সাথে সংগতি রেখে ২০২০ সালের ১৯ অক্টোবর “আল ইহসান সেবা ফাউন্ডেশন” নামে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।