বন্দর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট বুধবার বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান বলেন, শেখ কামাল ভাই ছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যাক্তিত্ব। তিনি আবহানী ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি জীবদ্দশায় সব সময় যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে গেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে এদেশ আজও স্বাধীন হত না। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা চাওয়া পাওয়ার রাজনিতী করেনা। তারা চায় শুধু একটু সম্মান।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান এর সভাপতিত্বে ও একই কমিটির সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিয়া, আব্দুল্লাহ বাবু, আওয়ামীলীগ নেতা ওবায়দুল্লাহ, দেলোয়ার হোসেন মদিল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক খালিদ বিন আনিছ, সাবেক মেম্বার আলম, আওয়ামীলীগ নেতা মন্টু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কৃষকলীগের সভাপতি রহমত উল্ল্যাহসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।