নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আসন্ন নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ”র পক্ষে নারায়নগঞ্জে নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ করেছে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। নাগরিক সমাজের ব্যানারে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ ইবরাহিম এর নেতৃত্বে শনিবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে এ প্রচারনা ও গনসংযোগ করা হয়। এ সময়ে হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী মাসুম বিল্লাহকে নির্বাচিত করার লক্ষ্যে সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করা হয়। গনসংযোগ কালে হাজী মোহাম্মদ ইবরাহিম বলেন পীরসাহেব চরমোনাই এর মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাসুম বিল্লাহ নারায়নগঞ্জের স্বনামধন্য একজন মানুষ। আমরা প্রত্যাশা করছি তিনি মেয়র হিসেবে নির্বাচিত হলে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের জনগন যথাযথ নাগরিক সেবা ভোগ করতে পারবে। তিনি আরও বলেন আগামী ১৬ জানুয়ারী নারায়নগঞ্জবাসী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মাসুম বিল্লাহকে বিজয়ী করে একটি আদর্শ নগর গঠন ও জনগনের সেবা করার সুযোগ করে দিবেন। শিক্ষাবিদ সুমন আহমেদ বলেন মাসুম বিল্লাহ একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। নারায়নগঞ্জের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে নারায়নগঞ্জের নাগরিকগন হাতপাখায় ভোট দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এ সময়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সার্ভ বাংলাদেশ এর সভাপতি সৈয়দ ওমর ফারুক, শ্রমিকনেতা শফিকুল আমিন খান, ওবায়দুল্লাহ বরকত . শানে সাহাবার সভাপতি মুফতি শামীম আল আকরাম, এ্যাড কাওসার, নূরে আলম নকীব, মোস্তাফিজুর রহমান প্রমূখ।