মোঃ গোলাম মোস্তফা,নান্দাইল◊◊
ময়মনসিংহের নান্দাইলে পাকা সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে।এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।
উপজেলার বীরকামট খালী বেতাগৈর ইউপি ভায়া চরউত্তরবন্দ সড়কে চরকামট খালী মো. গোলাম মোস্তফার বাড়ির পাশে এই গর্তের সৃষ্টি হয়েছে।এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাঁদের।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বীরকামট খালী দক্ষিণ বাজার থেকে চরকামট খালী মো.গোলাম মোস্তফার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার পাকা সড়ক এমন খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এটি ২০১৭ সালে পাকাকরণ করা হয়।কিন্তু সড়কটির মো.গোলাম মোস্তফার বাড়ির পাশেই বড় গর্তের সৃষ্টি হয়েছে।এতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও পথচারী।
চরকামট খালী গ্রামের পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফা ও স্থানীয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শাহিন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে।কিন্তু মেরামত করা হচ্ছেনা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।
অটোরিকশা চালক উজ্জ্বল ও মাইক্রোবাস চালক দুলাল মিয়া বলেন,সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছি আমরা। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবী জানান তারা।
স্থানীয় ১৩ নং চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বলেন, সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি মেরামতের জন্য আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি।
নান্দাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শাহবো রহমান সজিব জানান, বিষয়টি খোঁজ নিয়ে খুব শিগগির সড়কটি মেরামত করা হবে।
Tags: নান্দাইল