মোঃ গোলাম মোস্তফা,নান্দাইল♦♦
মায়াময় সুন্দর এই পৃথিবীতে সকল মানুষই সুস্থতার সহিত সুখে স্বাচ্ছন্দে বাঁচতে চায়। পৃথিবীর অন্য মানুষদের মত নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের মরহুম আব্দুল মতিন এর ছেলে আব্দুস সাত্তার ও সুস্থতার সহিত সুখে শান্তিতে বাঁচতে চায়।
আব্দুস সাত্তার এর পাঁচ ছেলে-মেয়ে ও স্ত্রী সহ সাত জনের পরিবারে একমাত্র উপার্জনক্ষম সে নিজে। আশপাশ এলাকার বিভিন্ন জলাশয়ে মাছ ধরে বাজারে বাজারে বিক্রি করে সংসার চালাত সাত্তার।
নিজের এক চিলতে জমি না থাকলেও মাছ বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে বাস করছিল সাত্তার। কিন্তু বিগত দেড় বছর আগে তার মুখের ভিতর একটি টিউমার দেখা দেয়। এই টিউমারে আস্তে আস্তে ক্ষতের সৃষ্টি হয়।সঠিক চিকিৎসা করতে না পারায় আস্তে আস্তে এই ঘা বিরাট আকার ধারণ করে বর্তমানে সে একেবারে অচল অবস্থায়।
এই মুখের ঘা থেকে ই আস্তে আস্তে তার দেহে বাসা বেধেছে মরণব্যাধি ক্যান্সার। এই অবস্থায় চিকিৎসার জন্য তার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তার হাতে না আছে একটি টাকা না আছে এক চিলতে জমি ।বর্তমানে কর্ম অক্ষম ছাত্তার না পারছে বাচ্চাদেরকে সারাদিনে একবেলা খাবার মুখে তুলে দিতে না পারছে ব্যথার একটি ট্যাবলেট কিনে খেতে।
একদিকে ক্ষুধার যন্ত্রণা আর একদিকে মরণব্যাধি ক্যান্সারের যন্ত্রণায় সদাসর্বদা ছটফট করছে আব্দুস সাত্তার।এই অবস্থায় দেশের বিত্তবানদের কাছে হাত পাতা ছাড়া তারা আর বিকল্প কোন রাস্তা নেই। তাই সে বেঁচে থাকার আকুতি নিয়ে দেশের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন।
কোন সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আব্দুস সাত্তারের চিকিৎসায় এগিয়ে আসেন তাহলে সে আবার আলোর মুখ দেখতে পারবে, তাঁর
পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে পারবে। আব্দুস সাত্তারের পার্সোনাল নগদ অ্যাকাউন্ট নং ০১৯৫৪৪৭৭৩৫৩ । জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য ০১৭১৩৫৬৪৪৩৬।