মো: সিরাজ আল-মাসুদ,নাগরপুর টাঙ্গাইল থেকে:
২০-২১ অর্থ বছর মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, মাসকালাই ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা কৃষি নির্ভরশীল। মৌসুমে বন্যায় কৃষকের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে যা কৃষককে স্বনির্ভর করতে অনেক সাহায্য করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাগরপুর, টাঙ্গাইলের আয়োজনে কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক, খামারবাড়ি, টাঙ্গাইল বি এম রাশেদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন হতে আগত প্রান্তিক ক্ষতিগ্রস্থ কৃষক সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।