নরসিংদী প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ৪৯ তম মহান বিজয় দিবস। প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাধবদী পৌর মেয়র মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা বেধিতে ফুলের মধ্যদিয়ে জেলা প্রশাসনের কর্মসূচী শুরু করা হয়। এতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মাধবদী পৌর মেয়র মোশাররব হোসেন মানিকসহ জেলা প্রশাসনে উর্ধতন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এর পর সকাল ৮টায় সীমিত উপস্থিতিতে নরসিংদীর সার্কিট হাউজে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে উদযাপন করা হয় এবারের বিজয় দিবসের কর্মসূচী। এছাড়া অনুরুপ নরসিংদীর সব কটি উপজেলায় পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচী। এদিকে মাধবদী পৌর মেয়র সকল কাউন্সিলর বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেন।