নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে কিশোরী ধর্ষণে অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান নিশ্চিত করে শহরের চৌয়ালা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের চৌয়ালা এলাকার ওয়ারিশ আলীর ছেলে মো: মনির (৩০) এবং একই এলাকার মতি মিয়ার ছেলে হাসান (২১)। শুক্রবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যা নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে পৌর শহরের চৌয়ালা বালুর মাঠে এ গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন শুক্রবার দুপুরে (১৬ অক্টোবর) সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই কিশোরী। অভিযোগ প্রাপ্তির পর পলাতক অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। এসময় মোবাইল ট্রেসিং এর মাধ্যমে প্রধান আসামী মনির ও তার অপর সহযোগী হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকী আসামীদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, পরিবারের সাথে পৌর শহরের একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি স্পিনিং মিলে কাজ করতেন এই কিশোরী। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে শুকনো খাবার কেনার জন্য মিলের বাইরে বের হয়ে গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী।