মোহাম্মদ অলিদ তালুকদার◊◊
উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গতকাল (১৭ নভেম্বর বৃহস্পতিবার ) এ পদায়নের তথ্য জানানো হয়েছে। ২৮তম বিসিএস-এর এই কর্মকর্তাকে দুদকে উপ পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছিল। সম্প্রতি উপ সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
কাজী সায়েমুজ্জামান এর আগে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিল্প সচিবের একান্ত সচিব ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টরের একান্ত সচিবের দায়িত্বও পালন করেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এছাড়া দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স করেন।
কাজী সায়েমুজ্জামান মূলত একজন সরকারি চাকরিজীবী। এর আগে তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন । বর্তমানে চাকরির পাশাপাশি তিনি সাহিত্য চর্চা অব্যাহত রেখেছেন । অনলাইনে তিনি পাঠকপ্রিয় সমাধিত । চলতি বছর ২০২২ সালের একুশে বইমেলায় তার একটি লেখা প্রকাশিত হয়েছে (তোমাকে দেখার পর ‘-) কবিতা গ্রন্থ। বইটির প্রত্যেকটি কবিতা সহজ ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে । উক্ত কবিতা গ্রন্থের মধ্যে একটি মতামত দিয়েছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত একুশে পদক বিজয়ী লেখক হোসেন উদ্দীন হোসেনের প্রতিক্রিয়ায় লেখক কাজী সায়েমুজ্জামান সম্পর্কে খুব চমৎকার ভাবে মূল্যায়ন করা হয়েছে লেখকের কবিতা গুলো । তাঁর সবগুলো কবিতায় ফুটে উঠেছে জীবন জগতের ভাববিন্যাস । সায়েমুজ্জামানকেও পাঠকরা সাদরে গ্রহণ করেছেন তাঁহার কবিতার মাঝে । তার কবিতার বই সাহিত্যঅঙ্গনে নতুন সংযোজন হলো । এছাড়াও আগামী একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষে কবি কাজী মোঃ সায়েমুজ্জামানের নতুন মূল্যবান গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে । আশাবাদী আগামী বছরের একুশে বইমেলায় মুক্তমনা পাঠকদের কাছে আবারও সমাধিত হবেন লেখক ।