পটুয়াখালী সংবাদদাতাঃ
পটুয়াখালী দশমিনা উপজলোর সদর ইউনয়িন পরষিদে বীট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা করেন আজ সোমবার সকালে।
এবিষয়ে এএস আই মোঃ মামুনুর রশদি বলেন, বীট পুলিশিং কার্যালয় সাধারন মানুষকে মাদক বেিরাধী, বাল্যববিাহ ও ইভটিজিং থেকে শুরু করে নানা অভিয়ম প্রতেিরাধ ও প্রতিহত করবে। সে ক্ষেত্রে এলাকার সর্ব শ্রেনীর মানুষ পুলিশকে সহযোগীতা করতে হবে জানান।
এসময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।