নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর (২০২১-২০২২) দায়িত্ব পালন করবে। সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আলম হোসেনকে (দৈনিক সংবাদ) সভাপতি এবং নাসরীন গীতি কে (বাংলাভিশন) সাধারণ সম্পাদক করে ২১ সদস্য একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সোমবার সকাল ১১ টায় রাজধানীর সেগুবাগিচাস্থ একটি রেস্টুরেন্টে ‘ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম’ আয়োজিত এক সভায় সকলের সর্বসমবমতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আলম হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন : ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম এর সহ সভাপতি-ইকবাল হাসান কাজল (সিনেবাংলা টিভি), যুগ্ম সম্পাদক-মেহেদী হাসান কাজল (আজকের বসুন্ধরা), সাংগঠনিক সম্পাদক-রফিকুল ইসলাম কচি (মুক্ত খবর), সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা ( আজকের অগ্রবাণী), কোষাধক্ষ্য-খোরশেদুল কবির (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক-আসাদুজ্জামান আজম (আমার সংবাদ), দপ্তর সম্পাদক-লিপু খন্দকার (বাংলাদেশ সময়), জনকল্যাণ সম্পাদক-ফয়সাল খান (যায়যায়দিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), মহিলা বিষয়ক সম্পাদিকা-আনজুমান আরা শিল্পী (বাংলাদেশের আলো)।
কার্যনির্বাহী সদস্য-মো. আল মামুন (ইত্তেফাক), মো. আক্তার হোসেন (আরটিভি), জিহাদুর রহমান জিহাদ (বাংলাদেশ টেলিভিশন), শাহনাজ বেগম পলি (আওয়ার টাইম), সমীরন রায় (আমাদের অর্থনীতি), জয়নাল আবেদীন (আজকের দুর্নীতি), শাহীনুর করিম বাবু, মনিরুজ্জামান অপূর্ব (সংবাদ প্রতিদিন), শেখ জনি ইসলাম (নিউজ এমটিভি)।