আমিরুল ইসলাম কবির♦♦
গাইবান্ধায় ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক রবিন সেন ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার সাংবাদিক সমাজ।
গতকাল (৩০ অক্টোবর) সোমবার সকালে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা এ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
গত ০৩/০৯/’২৩ ইং তারিখে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে এ মামলাটি দায়ের করেন গাইবান্ধা শহরের জ্যোতি প্রভা ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী দীপক কুমার রায়।
মামলার আসামিরা হলেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রবিন সেন এবং প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেন।
সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার খালেদ হোসেন বলেন,সিরাজাম মুনিরা মুক্তি নামে এক নারী জ্যোতিপ্রভা ট্রেনিং ইনস্টিটিউটের মালিক দীপক কুমার রায়ের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিকেরা এখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাঁদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এটা দুঃখজনক। অবিলম্বে তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
অভিযুক্ত সাংবাদিক জাভেদ হোসেন বলেন,গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মনিরা মুক্তি নামে এক নারী গাইবান্ধা সদর থানায় দীপক কুমার রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের কপি তিনি সাংবাদিকদের দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে ক্ষুব্ধ হয়ে দীপক কুমার রায় রংপুরের সাইবার ট্রাইবুনাল আদালতে এ মামলাটি দায়ের করেছেন।
উল্লেখ্য,সাংবাদিক রবিন সেন ও জাভেদ হোসেন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় জেলার গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এঘটনায় তারা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানান।