নিজস্ব প্রতিবেদক:
এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিলএমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল
ঝালকাঠিতে মাঝনদীতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় দগ্ধ অবস্থায় অন্তত ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিল বলে জানা গেছে।
ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের পর ওই লঞ্চের অর্ধশতাধিক দগ্ধ যাত্রী এসে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল, ২৪ ডিসেম্বর।
ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের পর ওই লঞ্চের অর্ধশতাধিক দগ্ধ যাত্রী এসে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল, ২৪ ডিসেম্বর।
অক্ষত যাত্রীরা জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে লঞ্চটি নদীর তীরের দিয়াকুল গ্রাম এলাকায় ভেড়ানো হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া বলেন, তাঁদের মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোসহ উদ্ধার কাজ করছে।