কাজী সালাউদ্দিন(সোননারগাঁ)প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু। উপস্থিত আওয়ামীলীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করেছেন। ২৮ সেপ্টেম্বর সোমবার সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা বাজার নুর সুপার মার্কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন মর্যাদার সহিত পালন করছে।
এ সময় ইউনিয়নের সফল চেয়ারম্যান হামীম শিকদার শিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাজনৈতিক জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন
বক্তব্য রাখেন, যুবলীগ নেতা তাইজউদ্দিন ভূঁইয়া, সোহরাব,গোলজার, রফিকুল ইসলাম, আব্দুল নুর,আল আমিন, সামসুল আলম, রনি ভূঁইয়া, আজিজুল,কাশেম, হাবীব, সাগর চৌধুরী, মনির হোসেন, শাহিন , আব্দুল খালেক,সহ বিভিন্ন নেতাকর্মী ।
হামীম শিকদার শিপলু জন্মদিনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করেন ।