অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার (১৭-০৩-২০২১) মিরপুর সেনানিবাসে যথাযথ উৎসাহ-উদ্দীপনার সাথে জাঁকজমকপূর্ণভাবে এক র্যালির আয়োজন
করা হয়।
সদর দপ্তর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্যবস্থাপনায় এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন, এসবিপি, এসইউপি(বার), এএফডব্লিউসি, পিএসসি, জি+, পিএইচডি।
র্যালিতে মিরপুর সেনানিবাসের সকল ইউনিট/সংস্থা/প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও, মিরপুর সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন র্যালিতে।