জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)অঙ্গ সংগঠন যুব জাগপার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মীর আমির হোসেন আমুকে সভাপতি, মো. ইব্রাহিম খলিল রাজাকে সাধারণ সম্পাদক, শাহাবুদ্দিন সাবু, নূর মো. লিটন ও মাউনুল হককে সহ সভাপতি, আশফাকুর রহমান মিঠুন, মাহবুবুর রহমান বাবু, শেখ মিজানুর রহমান ও মো. ওসমান গনিকে যুগ্ম—সম্পদক, মোঃ জাহিদ হাসানকে সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট যুব জাগপার কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব জাগপার এক প্রতিনিধি সভায় আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি নির্বাচিত করা হয়।যুব জাগপার নেতা মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এস. এম. শাহাদাত হোসেন, যুগ্ন সম্পাদক ডা.আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম প্রমুখ।
যুব জাগপা’র নবগঠিত কমিটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রাখবে বলে সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।