ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সুমি আক্তার (৩০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কিনা মন্ডলের ২য় কন্যা।
বৃহস্পতিবার (৮ সেপ্টম্বর) সন্ধার পর তার বাবার গতকাল বাড়িতে নিজ শয়ন কক্ষের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
মৃতের বাবা জানান, আমার মেয়ের স্বামী গত ১বছর ৪ মাস পূর্বে মারা যায়। তার পর থেকে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। সে সব সময়ই একই চিন্তা করত। বহুবার পরিবারের পক্ষে থেকে বিয়ে দিতে চাইলেও সে বিয়ে করেনি। তার একাকীত্ব জীবনের সময়গুলো পার করার জন্য প্রতিবন্ধী এক স্কুলে সহ-কারি শিক্ষক হিসেবে কর্মরত ছিল।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, আত্মীয় স্ব-জন পাড়া প্রতিবেশীদের আবেদনের প্রেক্ষিতে লাশটি মর্গে না পাঠিয়ে পরিবারের কাছে হস্তান্তার করা হয়।