ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিন পালিয়ে থাকা ৯টি মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবিরের নেতৃত্বে উপ-পরিদর্শক খুরশীদ আলম ও ফারুকুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, ঘোড়াঘাট পৌর এলাকার লালমাটি গ্রামের মৃত ফজল হকের ছেলে মাওলানা জহুরুল হক (৬২)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘ ৫ বছর যাবত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, জয়পুরহাট ও দিনাজপুরে পৃথক ৯টি মামলা বিচারাধীন আছে। দুইটি মামলায় তাকে একবছর ও অপর আরেকটি মামলায় ৬ মাসের সাজাপ্রদান করেছে আদালত। এসবের বেশিরভাগই জালিয়াতি ও অর্থ-লেনদেন সংক্রান্ত মামলা। তথ্য প্রযুক্তির সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।