ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। তিনি এ সময় সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিকট থেকে বর্তমান সরকারের উন্নয়ন ও চলমান সমস্যা সম্পর্কে অবহিত হোন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকতা রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ খান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান রানা প্রমুখ।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী দিনাজপুরে যোগদানের পর এই প্রথম ঘোড়াঘাট উপজেলা পরিদর্শনে এসে প্রথমে বুলাকিপুর ইউনিয়ন ভূমি অফিস, হরিপাড়া উচ্চ বিদ্যালয়, ঘোড়াঘাট থানা ও বঙ্গবন্ধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ণ তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুড়ালের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন।