ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাঠকর্মীদের ২ দিন ব্যাপী অনলাইন রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়।
এ সময় পরিদর্শক/সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ মাঠ পর্যায়ের ১৬ জন অংশগ্রহণ করেন।
ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার (ইউএইচএফপিও) বলেন, এই প্রশিক্ষণটি সরাসরিভাবে মনিটরিং করছে স্বাস্থ্য অধিদপ্তর (এমআইএস)। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাঠকর্মীরা কিভাবে অনলাইনে রিপোর্ট করবে এবং আমরা কিভাবে মনিটরিং করবো এ জন্যই এ প্রশিক্ষণ।