আমিরুল ইসলাম কবিরঃ
কিছু সময়ের অধিক আনন্দ আপনার পরিবারে বয়ে আনতে পারে গভীর শোকের ছায়া। হারাতে পারেন প্রাণ বা শরীরের অঙ্গ। দ্রুত গতিতে মোটরসাইকেল দূর্ঘটনায় ঈদের দিনে প্রান গেলো এক যুবকের। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্টারের ছেলে।
৩রা মে মঙ্গলবার ঈদের দিন দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা উপ-মহাসড়কের পাশে মোটর সাইকেল ম্যাকানিক্সের দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ওই যুবক দ্রুত গতিতে নতুন একটি পালসার বাইক নিয়ে গাইবান্ধা অভিমুখে যাচ্ছিলো। এমন সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
সারাদেশের ন্যায় ঈদের দিন সড়ক মহাসড়কে দাপিয়ে চলছে নতুন পুরাতন মোটরসাইকেল যার বেশীরভাগ চালক অদক্ষ এরা আবার ছুটছে অনিয়ন্ত্রিত গতিতে কার কপালে যে কি আছে কেউ জানেনা। সাবধানে বাইক চালান নিজে নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে রাখুন।