কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:
কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি বহাল থাকা সত্বে-ও বিশেষ কাউন্সিল নামে কমিটি করার পায়তারা ও কমিটিতে অর্থের বিনিময়ে জামায়াত বিএনপির নেতা কর্মীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন রোহিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা। শনিবার সকাল ১১ টায় কেরানীগঞ্জ প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে, লিখিত বক্তব্য পাঠ করেন রোহিতপুর ইউনিয়ন ৮ নং ওয়াডের্র সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৯ টি ওয়ার্ডের কমিটির মেয়াদ শেষ না হওয়ার আগেই রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামান ও সাধারণ সম্পাদক সাঈদ উদ্দিন সানজিব নতুন করে কমিটিতে জামায়াত বিএনপির নেতা কর্মীদের বিভিন্ন পদে অধিষ্ঠিত করার পায়তারা করছে। তিনি আরো বলেন, সকল প্রকার গনতান্ত্রিক আন্দোলন তথা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, তত্বাবধায়ক সরকার আন্দোলন, বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন, হেফাজতের জ্বালাও পোড়াও নৈরাজ্য ঠেকাতে রোহিতপুর ইউনিয়ন আ’লীগ পূর্বে থেকেই অগ্রনী ভ‚মিকা পালন করে আসছে। গত ২০১৯ সালের অক্টোবর মাসের ১০ তারিখে রোহিতপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন নিয়ে ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত একসাথে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের পর গত ৩১/১২/২০২০ ইং তারিখে ১ থেকে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে বর্তমান রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামান ও সাধারণ সম্পাদক সাঈদ উদ্দিন সানজিব স্বাক্ষর প্রদান করেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমান কমিটি গুলোর মেয়াদ পূর্ন না হওয়া সত্বেও কোন প্রকার নোটিশ না দিয়ে অর্থের বিনিময়ে গত ১২/০৬/২০২১ তারিখে বিশেষ কাউন্সিল অধিবেশ নামে ওয়ার্ডগুলোতে নতুন কমিটির ঘোষনা দেয়। এ ধরনের কর্মকান্ডকে আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থি বলে এ ঘটনার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগের হাই কমান্ড তথা উর্ধ্বতন নের্তৃবৃন্দর কাছে আকুল করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে অতিদ্রæত ব্যবস্থা গ্রহনের জোড় দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা যুবমহিলালীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও কেরানীগঞ্জ মডেল থানার নেতাকর্মীরা ও রোহিতপুর উইনয়িনের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগনসহ আরো অনেকে।