বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন স্কুলে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
এ সময় পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও কল্যাণ কর্মকর্তা ডা. রিনা পারভিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান নিজেই বিদ্যালয়টির দুই ছাত্রীকে টিকা প্রদান করেন।
এর আগে টিক প্রদান উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে টিক প্রদান উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয় জেলার প্রায় ৫৭ হাজার কিশোরীকে এই টিকা প্রদান করা হবে।
এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২৪ হাজার কিশোরী টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন।
এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২৪ হাজার কিশোরী টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন।