স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থবছরের বিশেষ অনুদান/ বরাদ্দ খাত হতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রজেক্ট এর আওতায় উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে কম্পিউটার প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি এর গুরুত্ব আরোপ করে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, আরজু মোঃ সাজ্জাদ হোসেন ,উপজেলা প্রকৌশলী, আবু তৈয়ব মোঃ শামসুজজামান, উপজেলা কৃষি কর্মকর্তা ,সৈয়দা সিফাত জাহান, মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মোঃ আব্দুল কাদের, সহকারী প্রোগ্রামার ,আইসিটি মোঃ মোস্তফা চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি,মোঃ আমিরুল ইসলাম হেলাল, কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাবেক সহকারী অধ্যাপক,মোঃ মিজানুর রহমান, রিপোটার্স ক্লাবের,সভাপতি, মোঃ মোখলেছুর রহমান টুকু, উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। অবহিত করন সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প উপস্থাপন করেন পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন পিএফ এর প্রোগ্রাম অফিসার, রেজওয়ানা জাহান, সভায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।