শহিদুল ইসলাম,গাজীপুর:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার দুটি রাস্তা উদ্ভোধনের এক দিন পরই নাম ফলক ভাংচুর করেছে দূর্বৃত্তরা।
গত সোমবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, পল্লী উন্নয়ন বোর্ডের অংশীদারিত্ব মুলক উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় পিআরডিবি,ইউনিয়ন পরিষদ ও স্থানীয় এলাকাবাসির আর্থিক সহযোগীতায় উপজেলার চাপাইর ইউনিয়নের কোটবাড়ী ও বড় গোবিন্দপুর এলাকায় দুটি রাস্তার ইটের সলিংয়ের নির্মাণ কাজ শেষ হয়। গত রবিবার কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ রাস্তা দুটির উদ্ভোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক আহসান হাবীব,চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলীৃ আল রাজীসহ স্থানীয় নেতৃবৃন্ধ।
দুটি রাস্তার উদ্ভোধনের একদিন পরেই সোমবার দিবাগত রাতে দূর্বৃত্তরা নাম ফলক ভেঙ্গে ফেলে।
এ ঘটনার নিন্দা জানিয়ে কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ জানান, নাম ফলক ভেঙ্গে ফেলার মত ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবেনা, উন্নয়নকামী জনগণ দূর্বৃত্তদের প্রতিহত করবেই।