গাজীপুর প্রতিনিধি◊◊
গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র মাদকসহ ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ ।
কালিয়াকৈর থানা পুলিশ জানায়,গত (২৬ নভেম্বর) ভোর ৪ টায় মনজুরুল হক (৩৮) নামে এক ব্যক্তি রংপুর থেকে ফাইভ স্টার পরিবহনের গাড়িতে উঠে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নামে। এসময় সেখানে উৎ পেতে থাকা দুস্কৃতিকারীরা মনজুরুলকে পথরোধ করে মোবাইল ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ওইদিন মনজুরুল হক বাদী হয়ে এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা (নং-৩০) দায়ের করে।
এ ঘটনায় রবিবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সেলিম হোসেন (২৮), ইয়াসিন হোসেন (২৮, উজ্জল হোসেন (৩৩), নবু (৩২), আলিম (৩২) ও শাহীন (৪৫) নামে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, হেরোইন ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সোমবার সকালে এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলি খান সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং এ জানান , গ্রেফতাকৃতদের নামে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারের ফলে জনমনে স্বস্তি নেমে এসেছে।