অনলাইন ডেস্ক◊◊
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী হান্নানুর রহমান রতন মিয়া শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (১ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় হার্ট স্ট্রোকরত মূহুর্তে রাজধানীর স্কোয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এমতাবস্থায় তাঁর মৃত্যুর সংবাদ শুনে আত্মীয়স্বজন, হাজারো শুভাকাঙ্খী একনজর দেখার জন্য ছুটে আসেন তাঁর নিজস্ব বাসভবনে এবং স্বজন হারানোর বেদনায় শোক সন্তপ্ত পরিবারের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে।
জানাগেছে, এলাকার সম্ভ্রান্ত পরিবারের মাঝে হাজী রতন মিয়া ছিলেন গুণী হাস্যােজ্জ্বল ও জনমানুষের বিশিষ্ট সমাজসেবক। তাঁর পরিবারে দুই মেয়ে এবং দুই ছেলে সহ সম্ভ্রান্ত পরিবারে অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
আজ (২ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১০ ঘটিকার সময় প্রয়াত হাজী রতন মিয়ার নিজস্ব বাসভবন সংলগ্নে কাঁচপুর বেহাকৈর ব্যন্ডিসমীল বালুর মাঠ এলাকায় হাজার হাজার শুভাকাঙ্খী-ভক্তদের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত করা হয়। নামাজ শেষে কাঁচপুর সোনাপুর ঐতিহ্যবাহী ঈদগাহ্ মাঠ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।