করোনাভাইরাসে বিপর্যস্ত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটিতে চলমান পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।
শনিবার এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
রয়টার্স জানিয়েছে, রুহানির ভাষণের পরপর পুলিশ তেহরানে বিয়ে ও শোক প্রকাশের ভেন্যু পরবর্তী নোটিসের আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
রুহানি ভাষণে বলেন, ‘আমাদেরকে অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান ও জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, চাই সেটা শোকের, বিয়ের বা আনন্দ আয়োজনের হোক না কেন। এখন উৎসব বা সেমিনারের সময় নয়।’
ইরানে করোনার সংক্রমণ বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে ১৮৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ১২ হাজার ৬৩৫ এ পৌঁছেছে বলে শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
মানবকণ্ঠ/এইচকে