সাখাওয়াত হোসেন,পাবনা:
পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত। ঘটনাটি পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই স্কুল শিক্ষার্থী ভাইবোন আহত হয়েছে। সোমবার (৭ই মার্চ) দুপুর ১২টার কিছু পরে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই ভাইবোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই ভাইবোন হলো বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, নাটিয়াবাড়ি এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে প্রাচীরের দেয়াল ঘেঁষে কে বা কাহারা কাপড়ে পেঁচিয়ে একটি ককটেল ফেলে রেখে যায়। পরবর্তীতে দুপুরের দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টেনিস বল মনে করে অভি ককটেলকে লাথি মারে। সে সময় ককটেলটি বাড়ির প্রাচীরের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। এতে দুই ভাইবোন গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া শেষে দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তিনি আরও জানান, বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা, অথবা কি উদ্দেশ্যে সাবেক সাংসদের বাড়ির প্রাচীরের দেয়াল ঘেষে ককটেল রেখেছিল সেটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, সাবেক সাংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার বাড়ির পাশে ককটেল রাখা হয়েছিল। তবে যারাই এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটাক না কেন এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি।