মোঃ শিফাত মাহমুদ ফাহিম:
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বেশ কয়েকদিন যাবৎ থেমে থেমে হালকা ও ভারি বৃষ্টি বিরামহীন ভাবেই হয়ে আসছে।ঠিক যেনো চোর পুলিশ খেলার মতো।এই বৃষ্টি, এই রৌদ্র,এই কালো মেঘে ঢাকা পুরো প্রান্ত সাথে মৃদু মৃদু বৈরী হাওয়া এমনটি।
গত কয়েকদিনের ন্যায় আজও সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছিলো বলে জানাযায়।কিন্তু আজ দিনের আলো নিভে আসার সাথে সাথে আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় তীব্র কালো মেঘে ঢেকে আসে আত্রাই নদীর তীঁর ঘেঁষে গড়ে ওঠা উপজেলার ইসলামগাঁথী ও জগদাস গ্রাম সহ আশপাশের এলাকা।
বৃষ্টি সাথে সাথে বইতে শুরু করে মৃদু মৃদু হাওয়া।এলাকাবাসী ‘রা বলেন,মৃদু মৃদু হাওয়া চলাকালীন সময় হঠাৎ করে প্রোবল শক্তিশালী এক আচমকা ঝড় আসে।যেই ঝড়ে তছনছ হয়ে যায় এলাকার দুইটি গ্রামের ঘরবাড়ী, গাছপালা ইত্যাদি। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় পল্লী বিদ্যুৎ সংযোগের খুঁটি ও সংযোগ তার গুলো।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এতো শক্তিশালী এই ঝড়টি ছিলো যা অকল্পনীয় যার প্রভাবে ও গতিতে নদীর পানি থেকে নৌকা তাল গাছের মাথায় উঠেছে এবং মাটি পড়ে তা দুমড়ে মুচড়ে গিয়েছে আসলেই এমন ঘটনা কল্পনার বাহিরে।
একজন শিক্ষক বলেন,আমি সরকার সহ সরকার দলীয় নেতাকর্মীদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, আপনারা ক্ষতিগ্রস্ত এসব অসহায় মানুষদের পাশে সাহায্য সহযোগীতার হাতটি নিয়ে দাঁড়ান।