অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সুমন রায় (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলাের হাট এলাকার শ্রী অরুণ রায়ের ছেলে।
রবিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় পঞ্চগড় ১৮ বিজিব ব্যাটলিয়ন।
এর আগে, একই দিন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার ৪৪৩ এর ২ সাব পিলারের ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁকে আটক করে বিজিবি।
এর আগে, একই দিন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার ৪৪৩ এর ২ সাব পিলারের ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁকে আটক করে বিজিবি।
বিজিবি জানায়, গত বছর ২০ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে যান সুমন রায়। ৬ মাস পর তিনি অবৈধভাবে দেশে ফিরছিলেন। বাংলাদেশে প্রবেশের সময় তেঁতুলিয়া মহানন্দা নদীতে পাথর শ্রমিকরা তাকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
তেঁতুলিয়া বিজিবি কোম্পানী সদরের হাবিলদার জালাল উদ্দীন বলেন, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক এক যুবককে তেঁতুলিয়া মডেল থানার থানায় হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, বিজিবি আটক করে এক যুবককে থানায় হস্তান্তর করেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারী করছে বিজিবি। সীমান্তের যেকোনো ধরণের অপতৎপরতা রোধ করতে দিনরাত পরিশ্রম করছে বিজিবি বাহিনীরা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে প্রতিনিয়ত টহল জোরদার করছে।
যা দিন রাত ২৪ ঘন্টা চলে। চোরাকারবারী ও অবৈধ প্রবেশকারীদের বিজিবি কখনোই ছাড় দেবে না।
যা দিন রাত ২৪ ঘন্টা চলে। চোরাকারবারী ও অবৈধ প্রবেশকারীদের বিজিবি কখনোই ছাড় দেবে না।